ডাকসু নির্বাচন: এখনও প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের সময় আজ মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় শেষ হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে ছাত্রশিবিরসহ অধিকাংশ ছাত্রসংগঠন মনোনয়ন সংগ্রহ করে প্যানেল ঘোষণা দিলেও ছাত্রদল এখনও প্যানেল ঘোষণা দেয়নি। ফলে ছাত্রদলের প্যানেল কিংবা কে কোন পদে প্রার্থী হচ্ছেন সে সিদ্ধান্তের কথা জানাতে পারেননি ছাত্রসংগঠনটির নেতারা।
এদিকে, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যাচ্ছে ছাত্রদল। তাতে ডাকসু নির্বাচনের জন্য ছাত্রদলের প্যানেলের ঘোষণা আসতে পারে। যদি সেখানে ঘোষণা না আসে আজ রাতের মধ্যে প্রার্থী চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে সংগঠনটির সূত্রে। সেক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রদল।
আজ দুপুর ৩টার দিকে নেতাকর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আবিদ।
মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, এখনও ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হয়নি। দলীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে নিজেদের মতো করে মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
ছাত্রদলের আরও দুইজন নেতা ভিপি পদে মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে। তারা হলেন ছাত্রদলের ঢাবি শাখার জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও যুগ্ম সাধারণ সম্পাদক বি এম কাউসার।
আর সাধারণ সম্পাদক পদে কবি জসীমউদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম ফরম নিয়েছেন। এজিএস বা সহ-সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন বি