ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


ঝালকাঠিতে একই স্থানে বিএনপি-যুবদলের সমাবেশ, ১৪৪ ধারা জারি


১৩ আগস্ট ২০২৫ ১২:৫৭

সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরের একই এলাকায় স্থানীয় বিএনপি ও যুবদল আলাদা সমাবেশের ঘোষণা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (১২ আগস্ট) এক আদেশে এমন তথ্য জানানো হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

 

আদেশে আরও বলা হয়, বুধবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বিএনপি ও যুবদল উপজেলা শাখা আলাদা সমাবেশ আয়োজনের জন্য চিঠি দেয়। পরে রাজাপুর থানার অফিসার ইনচার্জ, পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

 

এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।