ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


বেনাপোলে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের নির্মাণ কাজ শেষ পর্যায়ে পানি সমস্যার সমাধানে আশার আলো


২ আগস্ট ২০২৫ ১৬:২৫

রমজান আলী, বেনাপোল

যশোরের বেনাপোল পৌরসভার দীর্ঘ দিনের পানির সমস্যা সমাধানে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার লিটার ধারণক্ষমতার একটি ওভারহেড পানির ট্যাংক, আয়রন রিমোভাল প্লান্ট, ৩টি পানির পাম্প এবং একটি পৃথক সাব-স্টেশনসহ বিভিন্ন কাঠামো নির্মাণ করা হচ্ছে।

 

সম্প্রতি প্রকল্প এলাকা পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, নির্মাণকাজের অধিকাংশই শেষ হয়েছে এবং আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি চালু করা সম্ভব হবে।

 

এই প্লান্ট চালু হলে বেনাপোল পৌর এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন, তা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে লবণাক্ততা ও আয়রনযুক্ত পানি ব্যবহারের কষ্ট লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

 

পৌরবাসী মনে করছেন, আধুনিক প্রযুক্তির এ পানিশোধন প্রকল্প চালু হলে বেনাপোল শহরের জনস্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে।