ডেমরায় ৬ তলা ভবন হেলে পড়েছে

রাজধানীর ডেমরার মধ্য হাজীনগর এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে পাশের সাততলা ভবনে। ভবনটির গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-৮ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান।
রোববার বিকালে ‘ম্যানশন ভবন’ নামে ওই বিল্ডিং থেকে সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে। এদিন মো. খলিলুর রহমান, ডেমরা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন।
বিদেশে রক্ত পানি করা উপার্জনের টাকায় এ ‘ম্যানশন ভবন’ নির্মাণ করেছি। এটাই আমার একমাত্র সম্বল। কোনো ত্রুটি ছিল না নির্মাণে। এখন ভবনটা নিয়ে কী করব বুঝতে পারছি না। চোখের সামনে সবকিছু ভেঙে পড়ছে।
ভবনের মালিক শহীদ মিয়া
এ সময় ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে হেলে পড়া ভবনের পাশের সাততলার ভবনবাসীরা চরম আতঙ্কে রয়েছেন।