বিচার ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন: শিল্প উপদেষ্টা

দেশের বিচার ব্যবস্থা ও আমলাতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তিনি বলেছেন, এক্ষেত্রে তরুনদের অংশগ্রহণ ভূমিকা রাখবে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জুলাই বিপ্লব নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
শিল্প উপদেষ্টা বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে থেকে গেছে। যারা এখনও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। কিন্তু জুলাই আন্দোলনের চেতনা মাথায় রেখে তাদের আর ফিরতে দেয়া হবে না।