ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত পাঁচ


২৭ জানুয়ারী ২০২৫ ০২:০৮

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রোববার দিবাগত রাত দেড়টায় পরও উত্তেজনা চলছে। রাত ১১টার পর থেকে দফায় দফায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এ সময় নীলক্ষেত মোড় থেকে নিউমার্কেটের সামনের সড়কে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যেতে চাইলেও কাঁদানে গ্যাসের কারণে যেতে পারেননি। পরে রাত একটার দিকে তিনি ক্যাম্পাসে ফিরে যান।