ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


যুব মহিলা লীগের নেত্রী যুথী গ্রেফতার


৫ ডিসেম্বর ২০২৪ ১০:৫১

ফাইল ফটো

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সোবাহান। তিনি বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।