ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনই আশঙ্কাজনক


২৯ অক্টোবর ২০২৪ ১০:০৯

ফাইল ফটো

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন- তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

সোমবার রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ভবনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ঐ ভবনের সপ্তম তলায় থাকে তুষার। সে পেশায় তেমন কিছু করে না। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়।

তিনি জানান, গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলে জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিল। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীরে দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে দুর্ঘটনার খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছে।

জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। জামিল পেশায় তেমন কিছু করে না। তার কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সোমবার বাসা থেকে বের হয়েছিল সে। যে বাসায় দুর্ঘটনা সেখানে এর আগেও মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।