ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


সচিবালয়ে বিশৃঙ্খলা: ২৬ শিক্ষার্থী গ্রেফতার


২৪ অক্টোবর ২০২৪ ১৪:২৬

ফাইল ফটো

সচিবালয়ে ঢুকে বিক্ষোভের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় আটক ৫৭ শিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৩১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনঃমূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা করে শিক্ষার্থীরা। সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। পরে সেখান থেকে ৫৭ জনকে আটক করা হয়।

 

ওসি শাহাবুদ্দিন শাহিন বলেন, সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলার অভিযোগে পুলিশের করা মামলায় ২৬ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ৩১ জনকে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।