আরাভ খানের ফাইল দুবাই পাঠাবে বাংলাদেশ

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দুবাইয়ে পাঠাবে বাংলাদেশ।
তিনি বলেন, আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে বাংলাদেশ মিশন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
এ ছাড়া তিস্তার খাল খননের বিষয়ে ভারতকে দেয়া বাংলাদেশের চিঠির জবাব এখনও পাওয়া যায়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রণালয়ের এই মুখপাত্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রেপ্তার ইস্যুতে বাংলাদেশের কোনো মন্তব্য করা সমীচীন হবে না জানান সেহেলী সাবরীন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় উলুখোলা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ পরিদর্শক মামুনের হাত-পা বাঁধা বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। ওই খুনের আসামি হয়ে দেশ ছেড়েছিলেন আরাভ খান ওরফে রবিউল ইসলাম। দেশ থেকে পালিয়ে তিনি প্রথমে ভারত যান। কলকাতার একটি বস্তিতে কয়েকবছর বসবাস করার পর তিনি আরাভ খান নামে ভুয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করে দুবাই চলে যান। এখন তিনি দুবাইয়ের বড় স্বর্ণ ব্যবসায়ী। সম্প্রতি বিপুল অর্থ বিনিয়োগ করে দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামে একটি স্বর্ণের দোকানের উদ্বোধন করেন তিনি।
আইকে