ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


ই-ভিসা বাস্তবায়ন : বাংলাদেশ-আমিরাত সমঝোতা স্মারক সই


১৯ অক্টোবর ২০২২ ০৯:৫১

ই-ভিসা বাস্তবায়নে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আল মৌদি সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, আজ এমওইউ স্বাক্ষরের মাধ্যমে জিটুজির ভিত্তিতে বাংলাদেশ ই-ভিসা সিস্টেম বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করা হলো। ই-ভিসা সিস্টেমের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আজকের দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বড় অর্জন।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের কর্মকর্তা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তা এবং সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।