ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


রাতে হাসপাতালে থাকছেন খালেদা জিয়া


২৮ এপ্রিল ২০২১ ১৭:৩১

করোনভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে থাকছেন। তারপর সিটিস্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টায় ৩৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হয়। খালেদার চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন তার সঙ্গে রয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।

জানা যায়, পরীক্ষা করানোর পর রাতেই গুলশানের বাসভবনে ফেরার কথা ছিল খালেদা জিয়ার কিন্তু স্বাস্থ্যপরীক্ষার জন্য আজকের রাতটা হাসপাতালেই কাটাবেন তিনি।