ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


‘পজিটিভ’ আসার পরদিন স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা ‘নেগেটিভ’


১৬ নভেম্বর ২০২০ ১৮:৫২

আইইডিসিআর থেকে করোনা পরীক্ষা করে ফলাফল পজিটিভ রিপোর্ট পাওয়ার পরদিন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি এখন সুস্থ আছেন এবং হোম আইসোলেশনে আছেন।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তিনি জানান, ‘রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। তাই মন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষা করতে আইইডিসিআর-এ নমুনা দেওয়া হয়। রাতে পরীক্ষার ফল পজেটিভ আসে।