ঢাকা সোমবার, ২৮শে জুলাই ২০২৫, ১৪ই শ্রাবণ ১৪৩২


করোনায় দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বিএনপি বাসে আগুন দিচ্ছে: তথ্যমন্ত্রী


১৫ নভেম্বর ২০২০ ২৩:১৫

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের মানুষ যখন করোনা মোকাবেলায় উদ্বিগ্ন, বিএনপি তখন দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বাসে আগুন দিচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এসময় হাছান মাহমুদ আরও বলেন, যারা অপরাজনীতি করে তারা কখনও জন মানুষের দল হতে পারে না।

তথ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষ করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং মোকাবিলায় সবাই হিমশিম খাচ্ছে। সেই পরিস্থিতিতে বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। বিএনপি আবার সেই পুরানো খেলায় মেতে ওঠেছে। অর্থাৎ মানুষ ও বাস পোড়ানো খেলায় মেতে ওঠেছে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।