ঢাকা বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ১০ই শ্রাবণ ১৪৩২


রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি


৩ জুলাই ২০২০ ০৪:০০

আয়-ব্যয়ের হিসাব চেয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে ২০১৯ সালের হিসাব দিতে বলা হয়েছে বলে আজ ইসির সহকারী সচিব রৌশন আরা জানিয়েছেন ।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

রৌশন আরা জানান, অডিট রিপোর্ট রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফর্মের মাধ্যমে নিরীক্ষা করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২-এর ৯০-এইচ (১) (সি) ধারা অনুযায়ী, নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।