ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


করোনায় ফেনী জেলা আ.লীগ সভাপতির মৃত্যু


২৯ জুন ২০২০ ০১:২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকরামুজ্জামান। আজ রোববার ভোরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আকরামুজ্জামানের বড় ছেলে সাইফুজ্জামান বাবু।

সাইফুজ্জামান বাবু জানান, গত ১৯ জুন শ্বাসকষ্ট নিয়ে অ্যাডভোকেট আকরামুজ্জামান সিএমএইচে ভর্তি হন। পরদিন তার করোনাভাইরাস শনাক্ত হয়।

হাসপাতালে ভর্তির আগে ফেনীর বাসায় চারদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন আকরামুজ্জামান। গত শুক্রবার শ্বাসকষ্ট বাড়তে থাকলে সন্ধ্যায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়।

অ্যাডভোকেট আকরামুজ্জামান ফেনীতে রোটারি ইন্টারন্যাশনালের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফেনী ডায়াবেটিক সমিতির আমৃত্যু সভাপতি ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, অ্যাডভোকেট আকরামুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘জনমানুষের নেতা হিসেবে আকরামুজ্জামান মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।