ঢাকা শুক্রবার, ২৫শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২


বিশেষ ফ্লাইটে আবুধাবি থেকে ফিরলেন ২৪৩ বাংলাদেশী


২৬ জুন ২০২০ ১৯:১০

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৪৩ বাংলাদেশী দেশে ফিরছেন। বিজি ৪১৪৮ ফ্লাইটটি বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শুক্রবার বিমানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বিমানের কাছ থেকে ভাড়া নিয়ে বিশেষ এ ফ্লাইটের ব্যবস্থা করে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে আটকা পড়েন বাংলাদেশীরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার খবরটি নিশ্চিত করেছেন।