ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


ঢাকাসহ ৯ জেলায় নতুন ডিসি নিয়োগ


২৫ জুন ২০২০ ২৩:১১

ঢাকাসহ নয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন ঢাকায় মো. শহীদুল ইসলাম (বর্তমানে টাঙ্গাইলের ডিসি), টাঙ্গাইলে মো. আতাউল গনি (বর্তমানে মেহেরপুরের ডিসি), মেহেরপুরে মো. শহিদুল ইসলাম চৌধুরী (বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব), মৌলভীবাজারে মীর নাহিদ আহসান (বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা), যশোরে মো. তমিজুল ইসলাম খান (জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব), নোয়াখালীতে মোহাম্মদ খোরশেদ আলম খান (বর্তমানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব), রাজশাহীতে আব্দুল জলিল (বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব), বগুড়ায় মো. জিয়াউল হক (বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক) এবং মাদারীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রহিমা খাতুন (বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক)।