ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


বারডেম-২ হাসপাতালে আগুন


২৫ জুন ২০২০ ১৯:৩১

রাজধানীর সেগুনবাগিচায় মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহাদত হোসেন।

তিনি বলেন, পাঁচতলা ওই ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ইউনিট গুলো যাচ্ছে। খুব দ্রুতই কাজ করবে এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে।