ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


করোনা উপসর্গে পুলিশ কর্মকর্তার মৃত্যু


২৪ জুন ২০২০ ২১:২৭

করোনার উপসর্গ নিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-সহকারী পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানের (৫৩)।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) খায়রুল আলম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাবিবুর রহমান গত ১৬ জুন বরিশাল পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। তার স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৭ জুন তাকে ঢাকার রাজারবাগ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, এর পর থেকে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। বুধবার সকাল ৯টার দিকে হাবিবুর রহমানকে তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কসলকাঠীতে দাফন করা হয়েছে।

হাবিবুর রহমান আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস 'বি' এর মত সংক্রামক ব্যাধিতে ভুগছিলেন বলেও জানান উপ কমিশনার খায়রুল।

জানা গেছে, হাবিবুর বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (উত্তর) অফিসে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১৪ মে পুলিশ বাহিনীতে যোগদান করেন। হাবিবুর রহমানের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।