ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


ঢাকা ছেড়েছেন আরো ১৫৪ থাই নাগরিক


২৪ মে ২০২০ ০১:৩৩

থাই দূতাবাসের সহায়তায় বিশেষ ফ্লাইটে করে শনিবার বাংলাদেশ থেকে ব্যাংকক ফিরে গেছেন ১৫৪ থাই নাগরিক।

দূতাবাস জানায়, ঢাকার রয়্যাল থাই দূতাবাস বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া থাই লায়ন এয়ারের তৃতীয় বিশেষ ফ্লাইটটির ব্যবস্থা করে।

এর আগে ১৭ এপ্রিল প্রথম দফায় ১৯৭ এবং ১৪ মে দ্বিতীয় দফায় ১৯৭ থাই নাগরিকেকে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে নিয়ে যাওয়া হয়।

দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ অভিবাসন বিভাগ এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে থাই নাগরিকদের স্বাচ্ছন্দ্যে যাতায়াতে সহায়তা করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।