ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


কেন্দ্রীয় ঔষধাগারে নতুন পরিচালক


২৩ মে ২০২০ ১৯:৪৫

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে চিকিৎসকদের মাস্ক সরবরাহ নিয়ে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে এই নিয়োগ দিয়েছে সরকার।

শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে সিএমএসডির পরিচালকের দায়িত্ব থাকা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।