নন এমপিও শিক্ষা কর্মচারীদের মাঝে ফরিদপুরের জেলা প্রশাসকের ঈদ উপহার

ফরিদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নন এমপিও কর্মচারীদের মাঝে ঈদ উপহার দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার (১৯ মে) শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়া উপহারের মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, আলু, সাবানসহ অন্যান্য পণ্য।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা শহরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনেকেরই এখনো এমপিও হয়নি। করোনা ভাইরাসের কারণে তারা অর্থনৈতিক সমস্যার মুখোমুখি। জেলা প্রশাসক অতুল সরকার বিষয়টি জানামাত্র তাদের ঈদ উপহার দেওয়ার ব্যবস্থা করেন।
উপহার পেয়ে ঈশান ইন্সটিটিউটের নৈশপ্রহরী আয়ুব আলী বলেন, আমি নৈশ প্রহরী। এখনো আমার এমপিও হয়নি। রাতে স্কুলে ডিউটি করি। দিনে অন্য কাজ করতাম। করোনা ভাইরাসের কারণে সেসব কাজকর্ম বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। এ উপহার পেয়ে আমার খুব উপকার হল।'
তিনি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
নতুন সময়/এআর