এতদিন প্রকাশ্যে না আসার কারণ জানালেন মেয়র তাপস

করোনা সংকটের শুরুর দিকে অসহায় ছিন্নমূল ও কর্মহীন মানুষদের ত্রাণ বিতরণ করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামও নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন। তবে জনমনে আলোচনা ছিল ডিএসসিসির নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস কেন নগরবাসীর সহযোগিতায় মাঠে নামেননি বা প্রকাশ্যে আসেননি।
এ বিষয়ে শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহণের পর অনলাইনে সাংবাদিদের সঙ্গে মতবিনিময়কালে জানতে চাইলে ফজলে নূর তাপস দায়িত্বে না থাকার এ অজুহাত দেখান। তিনি বলেন, তখন তো দায়িত্বে ছিলাম না। তবে এখন থেকে নিয়মিত ত্রাণ বিতরণসহ সব কর্মকাণ্ডে থাকবো। এসময় দুর্নীতিমুক্ত ও সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনার কথা জানান মেয়র। করোনা সংক্রমণ ঠেকাতে মার্কেট বন্ধ করবেন কী-না জানতে চাইলে তিনি বলেন, লকডাউনের বিষয়ে জাতীয় কমিটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করছে। ডিএসসিসি তাদের সিদ্ধান্ত সমন্বয় করে কাজ করবে। আমরা এমন পরিস্থিতি চাই না অর্থনীতি শূন্যের কোটায় চলে আসুক।
তিনি বলেন, করোনা সংক্রমকব্যাধি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এটি সম্পূর্ণরূপে নির্মূল সম্ভব নয়। তবে আমাদের কাছে জীবন বড়। জীবন থাকলে জীবিকা থাকবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, প্রধানমন্ত্রী দপ্তরের সঙ্গে সমন্বয় করে ঢাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ব্যাপক কার্যক্রমে নামতে চাই। অনেক উন্নত দেশ করোনার বিরুদ্ধ সফলতা পায়নি।কিন্তু ভিয়েতনামের মতো ছোট দেশ সফল। যারা করোনার বিরুদ্ধে ভালো করেছে আমরা তাদেরটা অনুসরণ করতে পারি। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নগর ভবনে আসেন তাপস। পরে দুপুর একটার দিকে তার হাতে ঢাকা দক্ষিণের দায়িত্ব তুলে দেন ডিএসসিসির প্রধান নির্বাহী শাহ মো. এমদাদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।