ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


আম আকৃতির মুরগির ডিম!


১৬ মে ২০২০ ২২:৪৬

বান্দরবানে ঠিক আমের আকৃতির মত ডিম পেড়েছে একটি মুরগি। ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে স্থানীয়রা হতবাক। ঘটনাটি ঘটেছে লামা উপজেলার চম্পাতলী এলাকায়।

লামা প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী মোহাম্মদ মহসীন রেজার পালিত মুরগি গত কয়েকদিন থেকে এ ধরনের ডিম দিচ্ছে। এ ঘটনায় তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না। অদ্ভুত আকৃতির এই ডিম দেখতে স্থানীয়রা তার বাসায় ভিড় জমাচ্ছেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজা তার পরিবার নিয়ে লামা উপজেলার চম্পাতলী এলাকায় থাকেন। বাসায় তিনি বেশ কিছু মুরগি লালন পালন করেন।

তিনি জানান, প্রথমদিকে মুরগিটি স্বাভাবিক আকৃতির ডিম পাড়তো, কিন্তু গত কদিন থেকে মুরগিটি ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে। সকালে ওঠে মুরগির ঘরটিতে ডিম দেখে তিনি হতবাক হন। তবে ডিমের ভেতর কুসুম ও অন্যান্য অংশ স্বাভাবিক ডিমের মতই রয়েছে। মুরগিটি এ পর্যন্ত চারটি ডিম পেড়েছে আমের আকৃতির।

মহসীন রেজা আরো জানান, মুরগিটির বয়স এক বছর। অদ্ভুত আকৃতির ডিমগুলো তিনি গবেষণার জন্য ঢাকায় পাঠাবেন।

নতুন সময়/এআর