ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


দায়িত্ব গ্রহণ করেই যা বললেন মেয়র তাপস


১৬ মে ২০২০ ২২:৪৪

মেয়রের দায়িত্ব নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, করোনা মোকাবিলা, মশক নিধনসহ পাঁচ বিষয়কে অগ্রাধিকার দিয়ে রোববার (১৭মে) থেকে কাজ শুরু করবেন তিনি।

আজ শনিবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

তাপস বলেন, আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটা বলেছিলাম ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করব। সেই পরিকল্পনা নিয়ে রোববার থেকে কাজ শুরু করব। তবে অগ্রাধিকার পাবে ৫ বিষয়। বিষয়গুলো হচ্ছে-করোনা মোকাবিলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিশ্চিতে কাজ করব।

তিনি বলেন, আগেও বলেছি দুর্নীতি রোধ করব। আজও বলছি প্রথম থেকেই ডিএসসিসি দুর্নীতি রোধে কাজ করব। মশক নিধন নিয়ে বিগত সময়ে তেমন কোন কাজ হয়নি। দুর্নীতির কারণে সুফলটা নগরবাসী পাননি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা। মশক নিধনে যেসকল দেশ সফল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব।