ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


শনিবার ডিএসসিসির দায়িত্ব নেবেন তাপস


১৬ মে ২০২০ ০০:৪৫

নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর শনিবার (১৬ মে) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (১৫ মে) চলতি মেয়র মোহাম্মদ সাইদ খোকনের দায়িত্ব শেষ হলে তার স্থলাভিষিক্ত হবেন তাপস।

ডিএসসিসির জনসংযোগ শাখা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ফজলে নূর তাপস। একই দিন দুপুর ৩টায় অনলাইনে এক ব্রিফিংয়ে অংশ নেবেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি ডিএসসিসির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে তাপস নৌকা প্রতীকে পেয়েছিলেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।

নতুন সময়/এআর