চিলাহাটি থেকে কৃষিপণ্যবাহী পার্সেল ট্রেনের যাত্রা শুরু

বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের জন্য নীলফামারী থেকে যাত্রা শুরু করেছে স্পেশাল পার্সেল ট্রেন।
শুক্রবার (১৫ মে) সকাল ৯টায় জেলার চিলাহাটি রেলস্টেশন থেকে খুলনা পর্যন্ত বিশেষ পার্সেল ট্রেন যাত্রা শুরু করে।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বন্ধ রয়েছে রেলওয়ে পরিবহন সেবা। এ অবস্থায় চিলাহাটি-খুলনা-চিলাহাটি রেলপথে একজোড়া বিশেষ পার্সেল সার্ভিস কৃষকের উৎপাদিত কাঁচামাল পরিবহনে যাত্রা শুরু করলো।
এদিন চিলাহাটি রেলস্টেশন থেকে ১০০ কেজি ওজনের ২৮ বস্তা কাঁচামরিচ, ৫০ কেজি ওজনের ১০ বস্তা সুপারি ও ৩০ কেজি ওজনের ৬ ক্যারেজ টমেটো, ডোমার স্টেশন হতে ৭০ কেজি ওজনের ৩৮ বস্তা কাঁচামরিচ ও বাঁশের ধারা এক বান্ডিল, নীলফামারী রেলস্টেশন থেকে ৭০ কেজি ওজনের পাঁচ বস্তা কাঁচামরিচ, ১০০ কেজি ওজনের দুই বস্তা আদা, পোনা মাছের ড্রাম ১০টি ও এক পরিবারের আসবাবপত্র, সৈয়দপুর রেলস্টেশন হতে ৭০ কেজি ওজনের ২৮ বস্তা কাঁচামরিচ ও ৩০ বস্তা বাইসাইকেলের নতুন যন্ত্রপাতি। এসব পন্য নীলফামারী জেলার চারটি রেলস্টেশন থেকে খুলনা, দৌলতপুর, যশোর, ঈশ্বরদী, দর্শনা হল্ট ও চুয়াডাঙ্গা গেছে।
সৈয়দপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, কৃষকদের উৎপাদিত নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন- শাক সবজি, ডিম, মাছ, কাঁচা মরিচ, আলুসহ নানা ধরনের মালামাল সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি চালু করা হয়েছে। ট্রেনটি খুলনা থেকে শনিবার এবং চিলাহাটি থেকে রোববার বন্ধ থাকবে। তবে বাকি পাঁচ দিন পণ্য পরিবহন করবে ট্রেনটি।
নতুন সময়/এআর