ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


পলাশে বজ্রপাতে কৃষকের মৃত্যু


১৫ মে ২০২০ ২২:৫৯

নরসিংদীর পলাশে বজ্রপাতে দেলোয়ার হোসেন (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে ধান কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় শামসুল হক (৬৫) নামে আরও এক কৃষক আহত হন।

মৃত দেলোয়ার হোসেন উপজেলার গজারিয়া গ্রামের ফায়েজ উদ্দিনের ছেলে। আর আহত শামসুল হক শিবপুর উপজেলার কারাচর গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ জানায়, সকালে গজারিয়া গ্রামের খোকন মিয়া নামে এক ব্যক্তির জমির ধান কাটতে যান দেলোয়ার হোসেন, সামসুল হক ও মনির হোসেন। পরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দেলোয়ার হোসেন ও সামসুল হক গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুপুরের দিকে দেলোয়ার হোসেন মারা যান। আহত সামসুল হক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সময়/এআর