দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়ালো, মৃত্যু ২৯৮

২৪ ঘণ্টায় আরও ১২০২ জনের মধ্যে প্রাণঘাতী ভাইরাস করোনার সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৬৫ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন । এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৯৮ জনে দাঁড়ালো।
বেলা আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন।
অধ্যাপক নাসিমা জানান, গত একদিনে যে ১৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে সাতজন পুরুষ, আটজন নারী। গত ২৪ ঘণ্টায় ৮৫৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও বুলেটিনে তথ্য দেন অতিরিক্ত মহাপরিচালক।
নাসিমা সুলতানা বলেন, একই সময়ে নতুন করে ২৭৯ জন সুস্থ হয়েছেন। তাদের নিয়ে মোট ৩৮৮২ জন করোনা থেকে সুস্থ হলেন।