ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


করোনায় আক্রান্ত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান


১৫ মে ২০২০ ০৫:২৩

ফাইল ছবি

চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জাতীয় অধ্যাপক এবং দেশের বরেণ্য শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী ড. আনিসুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুর পর নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে। এতে তার জানাজা ও দাফনের সব কর্মসূচি বাতিল করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাকে সমাহিত করা হবে বলে।

আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান বলেন, সিএমইএইচের চিকিৎসকরা রাতে বাবার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। এতে বাবার করোনা পজিটিভ ধরা পড়ে। রাতে লাশ মর্গে থাকবে, সকালে আমাদের বুঝিয়ে দেয়া হবে।

প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুরে অধ্যাপক আনিসুজ্জামানের বাবার কবরে তাকে দাফনের সিদ্ধান্ত হয়েছিল। তবে তা পরিবর্তিত হতে পারে বলে জানান আনন্দ জামান। তিনি বলেন, শুক্রবার এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত হবে। আমাদের ইচ্ছা থাকবে দাদার কবরের পাশে তাকে দাফন করার। তবে সরকারের স্বাস্থ্যবিধি অনুয়ায়ী যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ী দাফন হবে।

বৃহস্পতিবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। তার মরদেহ আগামীকাল বাংলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে করোনা শনাক্ত হওয়ায় এখন সবকিছু স্বাস্থ্যবিধি মেনে করা হবে।

বরেণ্য শিক্ষাবিদ আনিসুজ্জামানকে গত ২৭ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়। হার্টের সমস্যার পাশাপাশি তিনি কিডনি, ফুসফুস ও শ্বাসযন্ত্রের জটিলতায় ভুগছিলেন।