ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


বিমানের অব্যবহৃত টিকেটে ভ্রমণ করা যাবে ২০২১ এর মার্চ পর্যন্ত


১৩ মে ২০২০ ২২:৫৬

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে দেশের বিমানবন্দর, বন্ধ আছে সবধরনের বিমান চলাচল। এ অবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকেটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে কেউ যদি ভ্রমণ করতে না চান, তাহলে টিকেটের মূল্য ফেরত নিতে পারবেন।

বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনার কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান।
তবে বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।