যশোরে বন্দুকযুদ্ধে ব্যবসায়ী নিহত

যশোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাবু (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত বাবু যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। সোমবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার সাড়াপোল কলাবাগান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) তাসমীম আলম জানান, সাড়াপোল এলাকায় রাত ১২টার দিকে মাদকের বড় চালান হাতবদল হবে বলে খবর পায় পুলিশ।
এ সময় পুলিশ সদস্যরা অভিযানে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। এছাড়া আহত হয় পুলিশের দুই সদস্য। স্থানীয়রা গুলিবিদ্ধ ব্যক্তিকে মাদক কারবারি বাবু বলে শনাক্ত করেছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২০০ পিস ইয়াবা ও ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।