ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


করোনায় বাংলাদেশে প্রথম কারাবন্দির মৃত্যু


১২ মে ২০২০ ১৭:১৪

প্রতিকি

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম এক কারাবন্দির মৃত্যু হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ওই বন্দি করোনায় আক্রান্ত হয়ে সিলেটেরই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, গত রবিবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিলেট কারাগার সূত্রে জানা গেছে, ওই বন্দির বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। গত ৫ মার্চ একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত ৮ মে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শরীরে করোনার উপসর্গ থাকায় ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যান তিনি।

গতকাল সোমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে।