ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২


দেশে ২৪ ঘণ্টায় ১০৩৪ জনের করোনা আক্রান্তের রেকর্ড


১১ মে ২০২০ ২০:৪২

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে নতুন করে ১ হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আত্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯ জনে।

সোমবার (১১ মে) বেলা ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরো সাত হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫২ জন, তার আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৮ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৯০২ জন।