করোনায় জীবন উৎসর্গ করলেন পুলিশের আরো একজন সম্মুখযোদ্ধা

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের আরো একজন সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্য চলে গেছেন না ফেরার দেশে।
মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম মোঃ জালালউদ্দিন খোকা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জালালউদ্দিন খোকাসহ এ পর্যন্ত মোট ছয় জন সহকর্মীকে হারালো ডিএমপি এবং সারাদেশে মোট সাত জন পুলিশ সদস্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে শাহাদাতবরণ করেছেন।
শনিবার সন্ধ্যা ৭:১০ টায় তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৭ বছর। তাঁর বাড়ি ময়মনসিংহ জেলায়।
করোনা উপসর্গ নিয়ে জালালউদ্দিন গত ২০ এপ্রিল ২০২০ তারিখে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষায় ২৬ এপ্রিল পজিটিভ এলে তিনি হাসপাতালে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।
সূত্র-ডিএমপি নিউজ