ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


ভিডিও কনফারেন্সে আদালত: রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি


১০ মে ২০২০ ০৪:০০

আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়ে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ।

শনিবার রাতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর তা গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার ভিডিও কনফারেন্সসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আদালতের কার্যক্রম চালানোর সুযোগ তৈরি করতে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।