জ্বর থাকলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের

জ্বর থাকলে করোনাভাইরাস পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষা করার অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
শনিবার (৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান তিনি।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩৬ জন। মোট আক্রান্ত ১৩ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছেন ৩১৩ জন, মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।
তিনি জানান, একদিনে মারা গেছেন ৮ জন, সবাই পুরুষ। বয়সের দিক থেকে ৭১ থেকে ৮০ বছরের ২ জন, ৬১ থেকে ৭০ বছরের ২ জন, ৫১ থেকে ৬০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের বয়সের ১ জন। এখন পর্যন্ত মোট মৃত ২১৪ জন।
সমাপ্ত ঘটনা বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮ শতাংশ, মৃতের হার ৮ দশমিক ২। শনাক্ত ঘটনার বিবেচনায় মৃতের হার ১ দশমিক ৫ শতাংশ, সুস্থতা ১৭ দশমিক ৫ শতাংশ।