ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


শিল্পঞ্চল আশুলিয়ায় ৪০ শতাংশ বাসা ভাড়া মওকুফের সিদ্ধান্ত


৯ মে ২০২০ ০৫:২৩

সংগৃহিত

শিল্প পুলিশ-১ এর প্রধান দপ্তরে এক যৌথ বৈঠকে সাভার ও আশুলিয়ার ভাড়াটিয়াদের ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে শিল্প পুলিশ-১ এর প্রধান দপ্তরে জনপ্রতিনিধি, শিল্প পুলিশ, বাড়িওয়ালা এবং শিল্পাঞ্চল আশুলিয়া ভাড়াটিয়া পরিষদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শিল্পাঞ্চল আশুলিয়া ভাড়াটিয়া পরিষদের সভাপতি ও শ্রমিক নেতা সরোয়ার হোসেন বলেন, সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপারের সভাপতিত্বে করোনা সংকট মোকাবেলায় এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, শ্রমিকদের মোট বেতনের ৬৫ শতাংশ বেতন নির্ধারন করা হয়েছে। শ্রমিকদের পক্ষে তাই পুরো বাসাভাড়া পরিশোধ করা সম্ভব নয়। এ জন্য মানবিক দিক বিবেচনা করে যৌথভাবে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় বিদ্যুৎ বিল মওকুফের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষরে নিকট অনুরোধ জানান।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাস্টার, আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ফরিদুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ ভাড়াটিয়া পরিষদের নেতাকর্মীরা।