ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


কুমিল্লায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু


৯ মে ২০২০ ০০:০৮

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মে) দেবিদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বিষয়টি জানান।

মৃত ব্যক্তিরা হলেন- উপজেলার নবিয়াবাদ এলাকার আতিকুল (৬০) ও চাপানগর গ্রামের হাজারি বাড়ির জামাল হাজারী (৪৫)।

জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জামাল হাজারীর মৃত্যু হয়। অপরদিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আতিকুলের মৃত্যু হয়।

এরফলে, জেলাজুড়ে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ছয় জনে এবং আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৪ জন।

নতুন সময়/এআর