ঢাকা মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


ভারতে আটকে পড়া বাংলাদেশিদের আনতে আরো ৯ বিশেষ ফ্লাইট


৬ মে ২০২০ ০১:৫৯

দিল্লির বাংলাদেশ হাইকমিশন

করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের জন্য আরো ৯টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (৫ মে) বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, আগের ফ্লাইটগুলোতে ইতোমধ্যেই ফিরেছেন দুই হাজারের বেশি বাংলাদেশি। এর ধারবাহিকতায় মঙ্গলবার ফিরেছেন আরো ১২৮ জন।

দিল্লি, কলকাতা ও মুম্বাই মিশনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী সপ্তাহে আরো চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে ১০ মে, দিল্লি থেকে ১৪ মে , মুম্বাই থেকে ১২ মে ও বেঙ্গালুরু থেকে ১৩/ ১৫ মে চারটি ফ্লাইটে বাংলাদেশি নাগরিকরা দেশে ফিরতে পারবেন।

বাংলাদেশ বিমানের এসব ফ্লাইটের তারিখ সামান্য পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে যাত্রী সংখ্যা ও অনুমোদনপ্রাপ্তি সাপেক্ষে আগামী ৮-১০ মে, ১৩ ও ১৪ মে চেন্নাই থেকে ইউএস-বাংলা পাঁচটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগ্রহীদের যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার ভারতের দিল্লি থেকে আরো ১২৮ জন বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে ফিরেছেন। এছাড়াও লকডাউনের পর স্থলসীমান্ত দিয়ে পাঁচ শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এদিন দিল্লি থেকে সড়কপথে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন ২৬ জন বাংলাদেশি।

ইতোমধ্যে দুই দফায় ভারতে আটকে পড়া দুই হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

নতুন সময়/এআর