ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


মানিকগঞ্জে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত ৫ জন


২ মে ২০২০ ২১:৫৩

মানিকগঞ্জে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ২১ জনের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে নিজ বাড়ি ফিরেছেন।

শনিবার (২ মে) দুপুরে করোনায় আক্রান্তদের মধ্যে পাঁচজন সুস্থ হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।

সিভিল সার্জন আনোয়ারুল জানান, সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে সিংগাইর উপজেলার তিনজন, হরিরামপুর উপজেলার একজন এবং শিবালয় উপজেলার একজন রয়েছেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট ৭৩৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৬৬৬টি পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গত কয়েকদিনে সুস্থ হয়েছেন পাঁচজন। অন্যরা নিজ নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এদিকে, মানিকগঞ্জ জেলা হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডের বেডের সংখ্যা ১৭ থেকে বাড়িয়ে ১০০ করা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য, ৭৬ জন চিকিৎসক এবং ৯০ জন নার্সের তালিকা প্রস্তুত করা হয়েছে। জনবল বাড়ানো পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই তা পুরোপুরিভাবে চালু করা যাবে বলে জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।

নতুন সময়/এআর