ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


করোনায় রাজধানীতে আরো এক পুলিশের মৃত্যু


১ মে ২০২০ ১৮:৪৭

বাংলাদেশ করোনা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হচ্ছে। আক্রান্তের সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এতে যোগ দিয়ে ডাক্তার, পুলিশ নার্স। গতকাল পর্যন্ত দেশে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়। আজ শুক্রবার (১ মে) নতুন করে মারা গেছে আরো এক পুলিশ সদস্য। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া এই পুলিশ সদস্য হলেন পুলিশরে বিশেষ শাখা (এসবি)’র উপ-পরিদর্শক নাজির উদ্দিন।

৫৫ বছর বয়সী ওই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কাজ করতেন। তার বাড়ি পাবনা জেলায়। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, শারীরিক অন্যান্য আরও জটিলতা ছিল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। এখন পর্যন্ত প্রায় ৫ শ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।