নয়াপল্টনে সেলুনের এসি বিস্ফোরণে দগ্ধ ৩

রাজধানীর নয়াপল্টনে একটি সেলুনের এসি বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) স্টাইল সেলুনের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে এক যুবকের চুল কাটছিলেন দোকানটির মালিক আবুল কালাম।
এ সময় এসি বিস্ফোরিত হলে তারা আহত হন। আর ভাঙা শাটার গায়ে পড়ে আহত হন, শাহ আলম নামে এক পথচারী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পথচারীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। আর দোকান মালিকের ৪৯ শতাংশ এবং যুবকের ৩৬ শতাংশ পুড়ে গেছে। তাদের নিবিড় পর্যবক্ষেণে রাখা হয়েছে।