ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ৯ই পৌষ ১৪৩২


দুইটি ট্রেন চালু করার সিন্ধান্ত রেলওয়ে’র


৩০ এপ্রিল ২০২০ ১৯:০০

বর্তমান করোনা পরিস্থিতে দেশে বন্ধ আছে সব রকম গণপরিবহন। বাস, ট্রেন, বিমান, লঞ্চ সহ সকল পরিবহন বন্ধ রয়েছে। চলছে সাধারণ ছুটি। ঢাকা ও এর আশেপাশের গার্মেন্টস গুলো খুলে দেওয়া পর এবার দুইটি পণ্যবাহী ট্রেন চালুর সিন্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ শুক্রবার (৩০ এপ্রিল) থেকে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে পণ্যবাহী ট্রেন চালু করার সিন্ধান্ত নেয়া হয়েছে।

গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে আন্তঃনগরসহ সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।