করোনায় রাজধানীতে আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু

মৃত্যুর মিছিল ক্রমশিই বাড়ছে। এতে যোগ দিয়েছে করোনা যোদ্ধারাও। আজ রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরো দুই পুলিশ সদস্য। মারা যাওয়া ঐ দু’জন ট্রাফিক কনস্টেবল আশেক ও মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত পুলিশের এসআই এবং মসজিদের ইমাম আঃ খালেক (৩৬)।
জানা গেছে, আব্দুল খালেক আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে ঢাকা আরামবাগ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
এর আগে গতকাল হাম্মদ জসিম (৪০) নামে একজন কনস্টেবল মারা যায় করোনায় আক্রান্ত হয়ে। এনিয়ে দেশে ৩ পুলিশ সদস্যের মৃত্যু হলো।