ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


সাংবাদিক হুমায়ুন কবীর খোকন আর নেই


২৯ এপ্রিল ২০২০ ০৬:২২

দৈনিক সময়ের আলো পত্রিকার সিটি এডিটর ও চিফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি বেশ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন । আজ বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বাসায় থেকেই করোনা পরীক্ষার জন্য খোকন আইইডিসিআর এ যোগাযোগ করেছিলেন। নমুনা সংগ্রহে তাদের দেয়া নির্ধারিত সময়ের আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিতে হয়।

কর্মজীবনে হুমায়ুন কবীর খোকন মানবজমিন, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।