ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


দেশের এক-তৃতীয়াংশ মানুষ সরকারি সহায়তা পাচ্ছে: তথ্যমন্ত্রী


২৬ এপ্রিল ২০২০ ২১:২৭

সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের সাহায্য-সহযোগিতা পাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের উদ্দেশে দেয়া এক ভিডিও বক্তব্য তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তিন লাখ মৎস্যজীবী পরিবার ভিজিএফ (সহায়তা) পাবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যাতে যারা দিন আনে দিন খায়, তাদের কোনো অসুবিধা না হয়। তিনি বলেন, সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।


তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু করোনাভাইরাস বাংলাদেশেও অনেকদূর ছড়িয়েছে। ৫ হাজার জনের বেশি লোক আক্রান্ত হয়েছে এবং অনেকেই মৃত্যুবরণ করেছে। ভাইরাস যাতে আরো ছড়িয়ে না পড়ে এ জন্য সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। লকডাউন ও সাধারণ ছুটির কারণে দিনমজুর, অসহায়, খেটে খাওয়া মানুষগুলো অনেক সমস্যায় পড়েছে। এজন্য সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এর আওতায় বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ সরকারের সাহায্য সহযোগিতা পাচ্ছে।