ঢাকা সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৭ই শ্রাবণ ১৪৩২


রোজায় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ রাষ্ট্রপতির


২৫ এপ্রিল ২০২০ ১৭:২৮

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শুক্রবার (২৪ এপ্রিল) এক বাণীর মাধ্যমে এই শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। বাণীতে রমজান মাসের ফযীলত উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ এ মাসটি পালন করে থাকে।

তবে করোনা প্রাদুর্ভাবের কারনে এবার ভিন্ন প্রেক্ষাপটে রমজান পালন করবে মুসলিম উম্মাহ। করোণা সংক্রমণ প্রতিরোধে নিজ নিজ ঘরে বসে ইবাদত বন্দেগী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন আব্দুল হামিদ।