বাংলাদেশে ভারতের সেনাবাহিনী, প্রতিক্রিয়ায় যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধে সাহায্য করার জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভূটান ও আফগানিস্তানে একটি করে টিম পাঠাতে প্রস্তুত ভারতের সেনাবাহিনী। বাংলাদেশকে সাহায্যের জন্য ১৪ সদস্যের সেনাবাহিনীর দল পাঠাতে চায় ভারত। বুধবার (২২ এপ্রিল) ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে জিনিউজে এ তথ্য জানা যায়। তবে বাংলাদেশে করোনা মোকাবিলায় ভারতীয় সেনা টিমের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
তিনি বলেন, ‘এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী টিম পাঠিয়েছে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মালদ্বীপ, ভুটান এবং চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’ বাংলাদেশে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। তারপরেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবরটি প্রকাশ করায় বিষটিকে গুরুত্বে সঙ্গেই দেখছে তারা।
এদিকে, তোমধ্যে ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রক্সিক্লরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করা হয়েছে। এদিকে, ৫৫টি দেশে করোনার সম্ভাব্য ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন পাঠিয়েছে ভারত। বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভূটান, আফগানিস্তানের মতো দেশে এই ওষুধ সরবরাহ করেছে ভারত। দক্ষিণ এশিয়ায় করোনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে ভারত।